ToguMogu
ToguMogu
article.title
 Jun 10, 2019
 10526

মা হওয়ার প্রথম ৯০ দিন

মা , পৃথিবীর সবথেকে সুন্দর আর মমতাময়ী ডাক। আর এই ছোট্ট কিন্তু অপূর্ব ডাকটি শোনার জন্য কত কষ্টই না করতে হয় প্রতিটি মা কে। আজ মা হওয়ার প্রথম তিন মাস এর করণীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি কিছুটা হলেও উপকার হবে নতুন মায়েদের।

দীর্ঘ নয়মাস মাতৃগর্ভে থাকার পর ছোট্ট শিশুটি যখন পৃথিবীর মুখ দেখে তখন সে কোনোভাবেই মানসিকভাবে প্রস্তুত থাকে না। যে কারণে পৃথিবীতে আগমনের সাথে সাথে সে চিৎকার করে কাঁদা শুরু করে এবং জন্মের কয়েকমাস এই কান্নাকাটি চলতেই থাকে। শিশুর এই আচরণকে মেনে নিন এবং এইটাই যে তার ভাব প্রকাশের একমাত্র মাধ্যম সেটা বুঝেই আপনাকে তার সাথে যোগস্থাপন করতে হবে। শিশুর এই কান্নাকাটি একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু কোন কোন ক্ষেত্রে এই কান্না মাত্রাতিরিক্ত হতে পারে। এর কয়েকটি কারণ থাকতে পারে। যেমন কিছু বাচ্চার কোলিক হয়। সেক্ষেত্রে বাচ্চা একটানা কয়েক ঘণ্টা কাঁদতে পারে। বাচ্চার বয়স ৩ থেকে ৪ মাস পর্যন্ত এই সমস্যা থাকে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আবার কিছু বাচ্চা আছে যারা একটি নির্দিষ্ট সময়ই কান্না শুরু করে এবং সেটাও বেশ কিছু সময় চলতে থাকে। আমার মায়ের কাছে শুনেছি আমার জন্মের প্রথম তিন মাস নাকি সারারাত একটানা কাঁদতাম আর ভোর হওয়া পর্যন্ত এটা চলতেই থাকতো। ছোটবেলাই এইসব শুনে মনে হত এটা অসম্ভব কিন্তু এখন আমি জানি এটা আসলেই সম্ভব আর স্যালুট জানাই সেই সকল মায়েদের প্রতি যারা এই অসম্ভব কষ্ট সহ্য করে সন্তানকে লালনপালন করেন।

ToguMogu App