
বাচ্চা হাতিবে নিয়ে গল্প লিখতে বসেছে খুকি। লিখল-একটা ছিল বাচ্চা হাতি। এক মাস বয়সের বাচ্চা হাতি খেপে গিয়ে বলল, আমাকে বাচ্চা বলবে না! আমি বড় হয়ে গেছি। এই দেখো আমার কত্ত বড় শুঁড়।
আমার গল্প আমিই লিখব। তারপর, শুরু করল-আমি একটা হাতি। আমার আছে এক জোড়া ডানা। ইয়া বড়। ডানা ঝাপটে নদী পার হব। উড়ে বেড়াব। আইসক্রিম খাব। হাওয়াই মিঠাই খাব। একি কা-? খুকি দেখল সত্যিই তার ডানা গজাল। উড়ালও দিল। খুকি বলল, দাঁড়াও দাঁড়াও, আমার গল্প লেখা হয়নি। খুকি কি শেষমেশ গল্পটা লিখতে পারল?