সভ্যতার উন্নতির মূলে রয়েছে বিজ্ঞানের অবিস্মরণিয় অবদান। বিজ্ঞান ও এর আবিষ্কার -উদ্ভাবন ছাড়া মানবজীবণ অচল। আর এ অগ্রগতির পথে চলতে হলে আমাদের বিজ্ঞানশিক্ষায় শিক্ষিত হতে হবে। জ্ঞানবিজ্ঞানের জাদুস্পর্শে মানবজীবনণ এখন পালাবদলের চাকায় সওয়ার। প্রাগৈতিহাসিককাল থেকে শুরু করে বর্তমান আধুনিক সভ্যতার পরতে পরতে মানুষ উদ্ভাবন করেছে। প্রতিনিয়ত মানুষের নানামুখী সমস্যার সমাধানকল্পে যেসব মস্তিষ্ক অভাবনীয় সাফল্য ল্যাব করেছে,তাদের অবদান যেমন অনস্বীকার্য তেমনি প্রাতঃস্মরণীয়। তাদের জীবণ ,উদ্ভাবন ও আবিষ্কার সম্পর্কে 'জ্ঞানবিজ্ঞানের হাজারো প্রশ্নঃ"ব্রেইনওয়াশ" গ্রন্থটি প্রনীত