জ্যামিতি গণিতশাস্ত্রের একটি প্রাচীন শাখা। জ্যামিতি শব্দটি দুটি গ্রীক শব্দ 'জ্যা' ও 'মিতি' নিয়ে গঠিত। এখানে 'জ্যা' শব্দের অর্থ ভূমি আর 'মিতি' শব্দের অর্থ পরিমাপ। অতএব, জ্যামিতি শব্দের অর্থ 'ভূমির পরিমাপ'। মূলত কৃষিভিত্তিক সভ্যতার যুগে ভূমি পরিমাপের সমস্যা সমাধানের জন্যই - জ্যামিতির উদ্ভব হয়েছিল। তবে আজকাল জ্যামিতি শুধুমাত্র ভূমি পরিমাপের জন্যই ব্যবহৃত হয় না, বহু জটিল গাণিতিক সমস্যা সমাধানেও ব্যবহৃত হচ্ছে। প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোতে জ্যামিতিচর্চার প্রমাণ পাওয়া যায়। ঐতিহাসিকদের মতে, প্রাচীন মিশরে আনুমানিক ৪,০০০ বছর পূর্ব থেকেই জমির পরিমাপে জ্যামিতির ধ্যানধারণা ব্যবহার করা হয়। তবে প্রাচীন গ্রীক সভ্যতার যুগেই জ্যামিতির পদ্ধতিগত রূপটি লক্ষ করা যায়।
সন্তানকে অল্প বয়স থেকেই গনিতে আগ্রহী করে তোলার ৫টি টিপস।