স্কুল-কলেজে বিজ্ঞান আমরা সবাই কমবেশি পড়েছি, কিন্তু সত্যিকারের ভালোবাসা থেকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি কয়জন? “বিজ্ঞান” শব্দটিই শুনতে কেমন খটোমটো লাগে, মনে হয় বুঝি খুব কঠিন কিছু! তাই বিজ্ঞান নিয়ে যখন লিখতে বসলাম, তখন মনে হলো সবার প্রথমে এই ভয়টি কাটানো উচিত! বিজ্ঞানের অনেক মজার মজার পরীক্ষানিরীক্ষা আছে, সেগুলো যেকোনো বয়সী মানুষ করে দেখতে পারবে এবং দারুণ আনন্দ পাবে। তাই বিজ্ঞানের বই এমন চমৎকার সব খেলা নিয়েই হওয়া উচিত! তারপর একটু লেখার পর মনে হলো, শুধু খেলাধুলা নিয়ে লিখলেই তো হবে না, বিজ্ঞান শেখার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে নানা প্রশ্নের উত্তর জানা।