শিশুর খাবার
যে শিশুরা ফর্মুলা খায় তাদের জন্যে তো অবশ্যই, এছাড়াও যারা বুকের দুধ খায় তাদের জন্যেও ফিডার প্রয়োজন হয়। অনেক মাই বুকের দুধ মাম্প করে শিশুকে খাওয়ায়। শিশু ফিডারে খাওয়া কতটুকু পছন্দ করবে এর বেশ বড় একটা কারন নির্ভর করে কি ধরণের নিপল তাকে দেয়া হচ্ছে। সুতরাং নিপল কেনার এবং ব্যবহারের সময় যে জিনিসগুলি লক্ষ্য রাখা উচিৎ তা হলঃ
১। মিল্ক ফ্লোঃ
ফিডারের ক্যাটাগরি করা থাকে বয়স অনুযায়ী কিন্তু খেয়াল করে দেখবেন নিপলে বয়সের পাশাপাশি থাকে স্লো অথবা ফাষ্ট ফ্লো অর্থাৎ ধীর অথবা দ্রুত ফ্লো। আপনি কোনটি কিনবেন তা নির্ভর করছে আপনার শিশুর অভ্যাসের উপর। একটু বড় শিশুরা যেহেতু বেশি খায় তাই তাদের জন্যে ফাষ্ট ফ্লো নিপল ঠিক আছে। তবে খেয়াল রাখতে হবে যে, খাবার সময় শিশুর মুখ দিয়ে দুধ গড়িয়ে পড়ছে কিনা। যদি সেরকম হয় তবে ফাষ্ট ফ্লো বদলে মিডিয়াম ফ্লো নিপল দিয়ে দেখুন। নিউবর্ন এর ক্ষেত্রে স্লো ফ্লো ঠিক হবে কারণ তারা অনেক সময় নিয়ে খায়
২। কি উপাদান দিয়ে তৈরীঃ
নিপল সিলিকন অথবা লেট্যাক্স এর হতে পারে। সিলিকনের গুলো দৃঢ় হয় এনং অনেকদিন টেকে। অবশ্য আজকাল সব মায়েরাই সিলিকন নিপলই পছন্দ করে।
৩। আকৃতি বা শেপঃ
নিপলের শেপ সময়ের সাথে সাথে অনেক উন্নত হয়েছে। ট্র্যাডিশনাল কোন শেপ থেকে শুরু করে অর্থোডন্টিক শেপ, যা কিনা শিশুর মুখে সহজেই মানিয়ে যায়। এছাড়াও এসেছে ফ্ল্যাট-টপড নিপল, এমনকি গ্রুভড নিপল, যা কিনা আকার-আকৃতিতে সত্যিকারের নিপলের মতোই।
৪। ন্যাচরাল ট্রানজিশনঃ
শিশুরা যাতে খুব সহজেই ফিডারে অভ্যস্ত হতে পারে সে জন্যে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো এমন কিছু নিপল বের করেছে যাকে ন্যাচরাল বলা হয়। একটি সার্ভেতে দেখা গিয়েছে ন্যাচরাল নিপল গুলো খুব সহজেই পছন্দ করে শিশুরা। মায়েদের সুবিধার জন্যে আমরা আমাদের ওয়েবসাইটে বেশকিছু বিখ্যাত ব্রান্ডের ন্যাচরাল ফিডার রেখেছি যা আপনি ঘরে বসেই অর্ডার করতে পারবেন এবং যত দ্রুত সম্ভব আমরা গিয়ে পৌঁছে দেব আপনার দরজায়। ফিডার এবং নিপল কিনতে চলে যান এই লিংকে- http://bit.ly/2y6yN6l
৫। নিপলে ক্ষয়ঃ
ব্যবহারের ফলে নিপলে কোন রকম ক্ষয় হয়েছে কিনা তা খেয়াল রাখতে হবে। নিপল বিবর্ণ হয়ে যাওয়া ও ছিদ্র বড় হয়ে যাওয়া মানে হচ্ছে নিপল বদলানোর সময় হয়েছে। এছাড়াও মাথায় রাখা উচিৎ, যেকোন নিপল ৩ মাসের বেশি ব্যবহার করা উচিৎ নয়।