গর্ভাবস্থায় পেটে ব্যাথা অনুভব করছেন? প্রশ্ন মনে হচ্ছে - এটাই কি স্বাভাবিক? নাকি আমার বেশি হচ্ছে? এরকম প্রশ্ন প্রতিটি গর্ভবতী মায়েরই থাকে। এই ভিডিওটি প্রেগন্যান্ট মায়েদের দারুণ কাজে আসবে।
৩০ বছর বয়সের পর অনেকেই প্রথমবারের মতো গর্ভবতী হন। এই সময়ে বিভিন্ন কারণে হাই রিস্ক থাকতে পারে। এসব রিস্ক থাকলে শিশুর উপরও বিভিন্ন এফেক্ট করে। প্রতিটি প্রেগন্যান্ট মার ভিডিওটি দেখা উচিত। High risk pregnancy নিয়ে কথা বলছেন Dr. Benozir Haque Panna.