ওয়ার্কশপ সম্পর্কেঃ শিশু বিকাশ, শিশুর ব্রেইন ডেভেলপমেন্ট, শিশুর সাথে সুন্দর সম্পর্ক তৈরির উপায় ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে জানতে আগ্রহী শিক্ষক, অভিভাবক ও কেয়ারগিভারদের জন্য Teachers Time এ আয়োজিত হতে যাচ্ছে Early Childhood Care and Development বিষয়ে একদিনের ২ ঘন্টা ৩০ মিনিটের Virtual Training.
আগ্রহীরা দেশের যেকোন প্রান্ত থেকে এই ওয়ার্কশপে যুক্ত হতে পারবেন। ওয়ার্কশপটি Zoom এর মাধ্যমে পরিচালনা করা হবে।
যাদের জন্যঃ ১-৮ বছর বয়সী শিশুর শিক্ষক, অভিভাবক ও কেয়ারগিভার এই ওয়ার্কশপটি করতে পারবেন। পাশাপাশি ECD Professional, Special Child Therapist সহ আরও অনেকে ইতিপূর্বে আমাদের এই ওয়ার্কশপে যুক্ত হয়েছেন।
আলোচ্য বিষয়বস্তুঃ
১. Early Childhood Development কী? কেন দরকার?
২. শিশুর ব্রেইন ডেভেলপমেন্ট
৩. শিশুর শারীরিক বিকাশ, মানসিক ও বুদ্ধিগত বিকাশ, ভাষাগত বিকাশ এবং সামাজিক ও আবেগীয় বিকাশ
৪. শিশুর সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলার বিভিন্ন উপায়
ওয়ার্কশপ ফিঃ
* ৫০০ টাকা
* আর্লিবার্ডঃ ৪০০ টাকা (১০ জানুয়ারির মধ্যে পেমেন্ট করলেই থাকছে ১০০ টাকা ডিসকাউন্ট)
* পেমেন্ট মেথডঃ বিকাশ/নগদ
* মার্চেন্ট একাউন্ট নাম্বারঃ 01968774018
নির্দেশনাঃ বিকাশ/নগদ অ্যাপ থেকে Payment অপশনে গিয়ে লেনদেন সম্পন্ন করুন। রেফারেন্সে অংশগ্রহণকারীর নাম দিন।