ToguMogu
ToguMogu
article.title
 Jun 10, 2019
 3352

আপনি মোবাইলে অতিরিক্ত সময় কাটালে আপনার শিশু যা অনুভব করে

মোবাইলে অতিরিক্ত সময় কাটাকে শিশুরা নিজেদের গুরুত্বহীন মনে করে। আমরা অনেক বেশী মোবাইলে সময় কাটাই যেটা মোটেই ঠিক নই। মোবাইলে বেশী সময় না কাটিয়ে বাচ্চাদের বেশী গুরুত্ব দেওয়া উচিৎ।

আন্তর্জাতিক একটি জরিপে দেখা যায় যে মা বাবা মোবাইলে অতিরিক্ত সময় কাটালে শিশুরা নিজেদের গুরুত্বহীন মনে করে। জরিপটি বিশ্বের বিভিন্ন দেশের মোট ৬০০০ শিশুর মধ্যে করা হয়। এর মধ্যে ৫২% শিশুই মনে করে যে তাদের বাবা মায়েরা Mobile নিয়ে সারাক্ষন ব্যস্ত থাকে। প্রায় প্রত্যেক মা বাবাই তাদের সন্তানের এই মন্তব্যের সাথে একমত পোষণ করে এবং আশঙ্কা প্রকাশ করে নিজেদের বাজে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করায়। মা বাবারা যখন খাবার সময়, কথা বলার সময়, টিভি দেখার সময় এবং খেলার সময় মোবাইল ব্যবহার করে সন্তানরা তখন নিজেদের খুবই গুরুত্বহীন মনে করে। তারা তখন মনে করে মোবাইল খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তাদের তুলনায়। জরিপে একজন বাবা বলেন “আমার কাজের সাথে সংযুক্ত থাকার জন্যে এবং আপডেট থাকার জন্যে আমি মোবাইল ব্যবহার করি সবসময়। এতে করে মনে হচ্ছে এখন আমার পরিবারের সাথে দূরত্ব বেড়ে গিয়েছে।” অনেক অভিভাবক জানায় যে, তাদের সন্তানেরাও মোবাইলে বেশি সময় কাটায়। কিন্তু তার জন্যেও তারা নিজেদেরই দ্বায়ী মনে করেন। জরিপের ফলাফল হিসেবে যেটা উঠে আসে তা হল সন্তানরা তাদের মা বাবাকে আদর্শ মনে করে এবং তারা পরিবার থেকেই শেখে তাই মা বাবার উচিৎ পরিবারে ভাল অভ্যাসগুলি স্থাপন করা। স্বাভাবিক ভাবেই মা বাবার অতিরিক্ত মোবাইল আসক্তি তার সন্তানকেও একই কাজে উদ্বুদ্ধ করে। সুতরাং সন্তানের মোবাইল আসক্তি দূর করার আগে নিজেদের আসক্তি দূর করতে হবে। আর আসক্তি তৈরি হবার আগেই সচেতন হতে পারলে তো আরো ভাল।

সন্তানের সৃজনশীলতার চর্চা করান কিডসটাইমের কোর্সে।কিডসটাইমের কোর্স গুলো দেখতে ভিজিট করুন নিচের লিংকে :

 

ToguMogu App