“হে মহান সম্রাট! আপনি ঠিকই শুনেছেন। আমরা এক নতুন ধর্ম গ্রহণ করেছি। তা হলে শুনুন সেই ধর্মের কথা । এতাে দিন আমরা অজ্ঞতা ও মিথ্যার অন্ধকারে নিমজ্জিত ছিলাম। এক আল্লাহকে ভুলে আমরা অসংখ্য মূর্তির পূজা করতাম। আমরা মরা জীবজন্তুর গােশত এবং অন্যান্য অপবিত্র জিনিস আহার করতাম। জুয়া, চুরি, লুটতরাজ ইত্যাদি পাপাচারে আমরা লিপ্ত ছিলাম। আমাদের মধ্যে দয়া-মায়া, ন্যায় ও সততার লেশমাত্র ছিলাে না। সমাজে যারা দুর্বল তাদের ওপর সবলরা জুলুম-নিপীড়ন চালাতাে। আমাদের চরিত্র ছিলাে বর্বর পশুর মতাে। এমন এক সময় মহান আল্লাহ আমাদের মাঝে একজনকে নবী করে পাঠিয়েছেন। তিনি সত্যবাদী, আল্লাহভীরু, চরিত্রবান ও ন্যায়বান মানুষ। শত্রু-মিত্র সবাই তার খুব প্রশংসা করে, সবাই তাকে সত্যবাদী বলে জানে। মুহাম্মদ সা. সবাইকে এক আল্লাহর অনুগত হবার কথা বলেছেন। আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলার উপদেশ দিচ্ছেন। মূর্তিপূজা, জুলুম ও নিপীড়নের পথ তিনি পরিহার করতে বলছেন। তিনি নারীর প্রতি সম্মান দেখাতে, অসহায়কে সাহায্য করতে এবং গরিবের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে বলছেন। আমরা রাসূলুল্লাহ সা.-এর কথায় বিশ্বাস স্থাপন করেছি এবং এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমরা সব অসৎ কাজ থেকে ফিরে এসে সত্য ও সুন্দরের পথে চলার চেষ্টা করছি।'