‘একটা গল্প শোনাও না
একাটা গল্প শোনাও না’
ছোট্টমণিদের এরকম আবদারে পায়ই বড়দের বিব্রত হতে হয়। আবদার সইতে না পেরে বড়রা যখন গল্প বলা শুরু করেন, তখন ছোটমণিদের চোখে আনন্দের কী যে ঝিলিক খেলে তা সবারই জানা। আর সেই জানা থেকেই “ শিশু সাহিত্য ভবন” ছোটমণিদের প্রয়োজনীয় চাহিদা মেটাবার জন্য “ রাফাত শিশুদের গল্পের ঝুলি’ বই প্রকাশে অনুপ্রাণিত “রাফাত” সিরিজের প্রতিটি বই ছোটমণিদের নির্মল অনন্দ দিবে আশা করি।
এছাড়া “ শিশু সাহিত্য ভবন” ছোটমণিদের গল্প, কবিতা, ছড়া, ভূগোল বিজ্ঞান এবং কিন্ডারগার্টেন স্কুলের পাঠ্য উপযোগী বই প্রকাশ করছে। “শিশু সাহিত্য ভবন” এর প্রত্যেকটি বই প্রকাশ করর প্রত্যাশা রাখছি। “রাফাত শিশুদের গল্পের ঝুলি” বই প্রকাশে যাদের গল্প এবং আঁকা ছবি নেয়া হয়েছে তাদের নিকট আমরা চির কৄতজ্ঞ ।