এটা প্রায়ই লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক পাঠক-পাঠিকা বা ছাত্র-ছাত্রী একটা ভ্রান্ত ধারণা নিয়ে চলে। আর তা হলো-পূর্ববর্তী গণিত অলিম্পিয়ার্ডের প্রম্নগুলো আলোচনা ও অনুশীলন করলেই বুঝি গণিত অলিম্পিয়ার্ডে ভালো ফল করা যায়। আসলে কিন্তু বাস্তবতা সেটি নয়। গণিত অলিম্পিয়ার্ডে পূর্বে যে প্রশ্ন হয়েছে ভবিষ্যতে সেই প্রশ্ন বা সে ধরনের প্রশ্ন আর কেখনোই আসে না। এটা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়ার্ড বা পৃথিবীর অন্যান্য দেশের গণিত অলিম্পিয়ার্ড কমিটি খুবই যত্ন সহকারে বিশেষ নজরদারীর মাধ্যমে নতুন প্রশ্নপত্র তৈরি করে থাকে। অর্থাৎ কোনোভাবেই আর পূর্বের প্রশ্নের বা পর্ববর্তী প্রশ্নের ধরনের সমস্য আর নতুন করে দেয়া হয় না। তাই শিক্ষার্থীদের উচিৎ তাদের পাছ্যবইয়ের সাথে গণিতের চিন্তামূলক বইপত্র পড়া ও অনুশীলন করা সেই উদ্দেশ্যেই এই বইয়ের রচনা। বইটিতে রয়েছে প্রায় সহস্র গাণিতিক প্রশ্ন ও উত্তর। যা অনুশীলন করলে ছাত্র-ছাত্রীদের গণিতের প্রতি যেমন আগ্রহ তৈরি হবে তেমনি তাদের গণিত অলিম্পিয়ার্ডে লড়াই করার জন্য মানসিকতার উন্মেষ ঘটবে।
সন্তানকে অল্প বয়স থেকেই গনিতে আগ্রহী করে তোলার ৫টি টিপস।