জিতু কমিক্স সিরিজটিতে মোট ৪ টি বই রয়েছে,
জিতু, স্কুল পড়ুয়া চুপচাপ ধরনের ছেলে। কারো সাতে পাঁচে নেই, ক্লাসেও খুব বেশি বন্ধু হয়নি। গল্পের বই পড়েই অবসর কাটে। এমন একদিন হঠাত সে আবিষ্কার করলো তার স্কুল ব্যাগে কী একটা যেন নড়াচড়া করছে! আশ্চর্য হয়ে দেখতে পেলো একটা ভূত! নাকি এলিয়েন? নাকি- কে জানে কী তার ব্যাগের মধ্যে। এবং জিতু ছাড়া তাকে আর কেউ দেখতে পাচ্ছে না। সেই ভূত নাকি এলিয়েনের থেকে শুধু একটা শব্দই হয়- টিইইইইই ধরনের। ভূতটা ফ্রেন্ডলি ধরনের বলে তার সাথে বন্ধুত্বই করে ফেললো জিতু, আর তার নাম দিলো টিইইইইই। কিন্তু সে কোত্থেকে এলো আর কেনই বা তার পেছনে রহস্যময় কিছু লোক ঘুরে বেড়াচ্ছে? এইসব নিয়েই এই সিরিজ।