সিরিজটি কি নিয়ে ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে। মুক্তিযুদ্ধে বড়দের পাশাপাশি হাজার হাজার কিশোর-কিশোরী অংশ নেয়। বাঙালী কিশোর- কিশোরীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যে বীরত্ব দেখায় তা রূপকথার অনেক রাজপুত্র-রাজকন্যার বীরত্বকে ম্লান করে দেয়। কিশোর-কিশোরী মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও বীরত্বের কাহিনীগুলো নিয়েই এই বইয়ের সিরিজ। এই সিরিজের বইগুলোর দ্বারা শিশুরা কিশোর-কিশোরী মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে এবং নিজে থেকে জানার আরও আগ্রহ তৈরি হবে। নিজের মাতৃভূমিকে ভালবাসতে প্রেরণা জোগাবে। নিজ দেশের ঐতিহ্য এবং ইতিহাস জানা প্রতিটি শিশুর জন্য গুরুত্বপূর্ণ। এই সিরিজটি কিছুটা হলেও শিশুদের সেদিকে নিয়ে যাবে আশা করি আমরা। এই সিরিজে মোট ৯ টি বই আছে। আমাদের দেখা শিশুকিশোরদের জন্য মুক্তিযুদ্ধের উপর লেখা সেরা সিরিজ এটি। ৮-১২ বছর বয়সী প্রতিটি শিশুর বাসায় এই সিরিজটি থাকা উচিত।?