
কি নিয়ে সিরিজটি? ছোটবেলায় দাদা-দাদি, নানা-নানির কোলে শুয়ে শুয়ে যে গল্পগুলো আমরা শুনেছি, সেইরকম কিছু রূপকথার গল্প নিয়ে এই সিরিজটি। ডালিম কুমার, সাত ভাই চম্পা, সুয়োরানী দুয়োরানী, সোনার কাঠি রূপার কাঠি ইত্যাদি এমন ৯টি বাংলাদেশের বহুল পরিচিত রূপকথা নিয়ে এই সিরিজটি করা হয়েছে। ঠাকুমার ঝুলি নামে এই গল্পগুলো প্রায়ই নানা জায়গা থেকে প্রকাশ হয়। তবে আমাদের দেখা সবচেয়ে ভালো সিরিজটি প্রকাশ করেছে ওয়ার্ল্ড চিলড্রেন বুক। তাদের সিরিজটিই আমরা এখানে তুলে এনেছি। যেসব অভিভাবকরা তাদের শিশুদেরকে আমাদের দেশের নিজস্ব রূপকথা এবং দেশি ঐতিহ্য থেকে বঞ্চিত করতে না চান তারা অবশ্যই সিরিজটি কিনতে পারেন। নবরূপে ফিরে আসুক আমাদের রূপকথাগুলো। Children Book