ToguMogu
ToguMogu
article.title
 Jun 9, 2019
 690

ToguMogu Pregnancy Series: সপ্তাহ ২

ToguMogu থেকে আমরা Expecting Parents দের জন্যে প্রকাশ করছি Pregnancy Series. 

আজকের লেখায় আমরা এখানে তুলে ধরছি Pregnancy এর দ্বিতীয় সপ্তাহ।

Pregnancy এর দ্বিতীয় সপ্তাহ হলেও কিন্তু আপনি এখনো গর্ভধারণ করেন নি। এখনও আপনার একটি ডিম্বাণু অপেক্ষা করছে যথাসময়ে আপনার স্বামীর শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে শিশু হিসাবে আত্মপ্রকাশ করতে। এ সপ্তাহের শুরুতে আপনার ডিম্বাণু তৈরি হতে পারে। যখন এটি ঘটে তখন ডিম্বাশয় থেকে ডিম্বাণুটি বের হয়ে ফেলোপেন টিউবের মধ্য দিয়ে অগ্রসর হতে থাকে। মনে রাখবেন, ডিম্বাণু তৈরির সময়ের কিছুটা হেরফের হতে পারে, উদাহরণস্বরূপ এটি ৯ থেকে ২১ দিনের মধ্যে ঘটতে পারে যাদের মাসিক চক্র ২৮ দিনের। পরবর্তি চব্বিশ ঘন্টার মধ্যে ডিম্বাণুটি উর্বর হয়ে যাবে। অর্থাৎ আপনার স্বামীর সাথে মিলিত হবার পরে আপনার যোনি থেকে সার্ভিক্স হয়ে পঁচিশ কোটি শুক্রাণু ফেলোপিন টিউব দিয়ে সাঁতার কেটে ডিম্বাণুটির সাথে মিলিত হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়। পঁচিশ কোটি শুক্রাণুর ১০ ঘন্টার এই প্রতিযোগিতামূলক যাত্রায় মাত্র ৪০০টি শুক্রাণু বেঁচে থাকে এবং মাত্র ১ টি শুক্রাণু ডিম্বাণুটির বাইরের আচ্ছাদন ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারে এবং অংশগ্রহণ করে সন্তান জন্মের প্রক্রিয়ায়। এরপরে ১০ থেকে ৩০ ঘন্টার মধ্যে শুক্রাণুর নিউক্লিয়াস ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে মিলিত হয় এবং তারা তাদের জেনেটিক উপাদানকে একত্রিত করে। যদি শুক্রাণু একটি Y ক্রোমোসোম বহন করে তাহলে আপনার সন্তান একটি ছেলে হবে আর শুক্রাণু যদি X ক্রোমোসোম বহন করে তাহলে আপনার সন্তান একটি মেয়ে হবে। সুতরাং আপনার সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটি নির্ভর করে আপনার স্বামীর উপর, আপনার উপর নয়। অবশ্য যমজ সন্তানের ক্ষেত্রে একটির বদলে দুটি ডিম্বাণু তৈরী হয় এবং এটা কদাচিৎ ঘটে থাকে। অনেক সময় নিষিক্ত ডিম্বাণু দুটি সমান ভাগে বিভক্ত হয়ে দুজন ভিন্ন যমজ সন্তান হতে পারে অথবা দুটি ডিম্বাণু দুটি শুক্রাণু দিয়ে নিষিক্ত হলেও যমজ সন্তান হতে পারে। দ্বিতীয় সপ্তাহে আপনি মাত্র সন্তান জন্মের প্রথম ধাপে প্রবেশ করেছেন। নিষিক্ত ডিম্বানুটি ফেলোপেন টিউব থেকে আপনার জরায়ুতে তিন চার দিনের যাত্রার সময় ১৬ টি অভিন্ন কোষে বিভক্ত হবে, এটিকে তখন জাইগোট বলে। জাইগোটটি জরায়ুতে প্রবেশ করলে তাকে মোরুলা (morula) বলা হয়। এক বা দুই দিন পরে এটি আপনার জরায়ুতে ঘন আস্তরণে আচ্ছাদিত হয়ে উঠবে এবং আশ্চর্যজনক বৃদ্ধি ও রূপান্তর অব্যাহত রাখবে। এই সময় আপনার বেড়ে উঠতে থাকা শিশুটি শুধু কোষের একটি ছোট্ট বলের মত দেখায়। একে বলা হয় ব্লাস্টোসিস্ট(Blastocyst)। এটি একটি অভ্যন্তরীণ কোষ যা পরবর্তিতে অ্যামনিওটিক থলেতে পরিণত হবে। এর বাইরের স্তরের কোষগুলো প্লাসেন্টায় পরিণত হয় যা প্যানকেকের আকৃতির মত। যেটি আপনার সন্তানের জীবন রক্ষাকারী অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ ও বর্জ্য পদার্থ নিষ্কাশন কাজে নিয়োজিত থাকবে পুরো গর্ভাবস্থা সময়।

Related Articles
Please Come Back Again for Amazing Articles
Related Products
Please Come Back Again for Amazing Products
Tags
ToguMogu App