article.title
 Jun 12, 2019
 862

প্লেন জার্নিতে শিশু কাঁদলে কি করবেন?

প্রয়োজনের খাতিরে অনেক কাজেই প্লেনে যাতায়াত করতে হয়। বাসায় ছোট্ট শিশু থাকলে, বাবা-মা অনেক সময় তাকে নিয়েও প্লেনে ওঠেন। প্লেন বা বাসে শিশুরা মোশনের কারণে ভয় পেতে পারে বা অসুস্থ হয়ে পড়তে পারে। জেনে নিন এক্ষেত্রে কি করা উচিৎ। ছোট শিশু নিয়ে প্লেনে যাতায়াত করা কিছুটা কষ্টকর কাজতো বটেই। তাই জার্নি শুরুর আগেই যতটা সম্ভব বিশ্রাম নিয়ে শক্তি সঞ্চয় করে রাখা ভাল।


খেয়াল রাখুন শিশুর প্রয়োজনীয় সকল জিনিস যেমন কিছু কাপড়, খেলনা, ডায়পার, ওয়াইপস ইত্যাদি সবকিছুই যেন হাতব্যাগে থাকে যাতে প্রয়োজনের সময় সব হাতের কাছে পাওয়া যায়। প্লেনে যাতায়াতের সময় আপনার শিশুকে খুশি রাখাটাই হল আপনার প্রথম কাজ। এমনকি আপনি যদি কখনোই শিশুকে চকলেট কিংবা ললিপপ দিয়ে ঘুষ দেয়ার পক্ষপাতী নাও হন তাও এই সময়টাতে আপনাকে ছাড় দিতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তা হল টেক-অফ এবং ল্যান্ডিং এর সময় শিশুকে কিছু খেতে দেয়া।


এর কারণ হচ্ছে মুখে কোন খাবার চিবাতে বা চুষতে থাকলে চোয়াল নড়াচড়া করবে ফলে কান বন্ধ হবেনা, বন্ধ হলেও চোয়াল নড়তে থাকলে তা খুলে যাবে। একদম ছোট শিশু অর্থাৎ ১-৬ মাসের শিশু হলে সে সময়টাতে বুকের দুধ বা ফিডারে ফর্মুলা খাওয়ানো যেতে পারে। শিশু যদি চুষনি বা প্যাসিফায়ার পছন্দ করে তাহলে তাও দিতে পারেন। যাত্রাকালীন সময় যদি আপনার শিশু কান্না না থামে তাহলে প্লেন টেক-অফ করার পর তাকে নিয়ে প্লেনে হাটাহাটি করুন। জানালার কাছে নিয়ে যেতে পারলে আরও ভাল।। জানালা দিয়ে নিচে তাকালে সে নতুন যেসব দৃশ্য দেখবে তা তাকে ভুলিয়ে রাখতে সাহায্য করতে পারে।

Related Articles
Please Come Back Again for Amazing Articles
Related Products
Please Come Back Again for Amazing Products
Tags
ToguMogu App