ToguMogu
article.title
 Oct 4, 2020
 836

দ্বিতীয় সন্তান নেয়ার আগে কীভাবে প্রথম সন্তানকে মানসিকভাবে তৈরি করতে হবে (ভিডিও)

অভিভাবকরা দ্বিতীয় সন্তান নেয়ার সময় থেকে শুরু করে সন্তান জন্ম নেয়ার পর পর্যন্ত এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। কারণ দ্বিতীয় সন্তান নেয়ার পর দেখা যায় প্রথম সন্তানের মধ্যে কিছু নেচিবাচক আচরণ তৈরি হয়। যেমন, সে ভাবে বাবা-মা আমাকে আর আদর করবে না। নতুন ভাই বা বোনকে সে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে।

কীভাবে এই সমস্যা প্রথম থেকেই অভিভাবকরা ভালো করে ম্যানেজ করবে? এ নিয়ে বলছেন প্রফেসর নাজমূল হক।

 

 

 

MOM+mini