কেমন আছেন মায়েরা?
প্রেগনেন্সির প্রায় অনেকটা পথ আপনারা সফলভাবে পাড়ি দিয়ে এসেছেন। এখন আপনি ৩য় ট্রাইমেস্টারে অবস্থান করছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো আসতে যাচ্ছে সেই বড় দিনটি। তাই প্রস্তুত থাকুন।
কিভাবে বেড়ে উঠছে আপনার সন্তান?
আপনার সোনামণি এখন ওজনে প্রায় পৌনে চার পাউন্ড বা ১ কেজি ৭০০ গ্রাম। আর উচ্চতা এখন প্রায় ১৬.৭ ইঞ্চি। মায়ের জরায়ুতে অনেকটা জায়গা নিয়েই এখন বাচ্চার অবস্থান। এসময় মায়ের ও বাচ্চার দুজনেরই খুব দ্রুত ওজন বাড়ে। মায়ের ওজন প্রতি সপ্তাহে প্রায় এক পাউন্ড হারে বাড়তে থাকে যার অর্ধেকটাই বাড়ে বাচ্চার ওজন বাড়ার কারনে। জন্মের সময়কার মোট ওজনের প্রায় তিন ভাগের এক ভাগই বাচ্চা আগামী ৭ সপ্তাহে অর্জন করবে। জন্মের পর বাইরের পরিবেশে টিকে থাকবার জন্যই বাচ্চা এভাবে হঠাৎ ওজন বৃদ্ধি করতে হয়।
আপনার বাচ্চার হাতের ও পায়ের আঙ্গুলে এখন নখ আছে। আগের চুলের মতন ল্যানুগা এখন প্রায়ই বিলুপ্ত। মাথায় সত্যিকারের চুলও জন্ম নিয়েছে। আর প্রতি সপ্তাহে সপ্তাহে মাথায় চুল আরও ঘন হচ্ছে। বাচ্চার শ্বাসবাস আগের চেয়ে বেশ নিয়মিত।প্রশ্