ToguMogu
ToguMogu
article.title
 Sep 22, 2020
 1614

আপনার ১মাস বয়সী শিশুর কৌতূহলী মন

আপনার শিশুর ১মাস বয়সের মধ্যে অনেক কিছুই ডেভেলপ হয়ে যায়। সে আস্তে আস্তে কথাবার্তা, গান বা অন্য কোন আওয়াজে সাড়া দিতে শুরু করবে। আগ্রহ এবং কৌতূহল দেখাতে শুরু করবে। আপনি হয়তো এখনি তার তার কিছু কিছু সাইন দেখতে পাচ্ছেন।

আমরা কিছু নির্দেশনা দিচ্ছি যা থেকে আপনি আপনার শিশুর সাথে আরো Interactive হতে পারবেন।

 

শিশুর চিন্তা শক্তিকে উদ্দীপিত করা-

আপনার শিশু এই বয়সে তার আশেপাশের ৮ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত দূরত্বের জিনিস দেখতে পারে। তাই তার সাথে কথা বলার সময় আই-কন্টাক্ট করুন। তার সামনে কোন রঙ্গিন জিনিস আনলে তা ধীরে ধীরে নাড়ান যাতে সে লক্ষ্য করার জন্য যথেষ্ট সময় পায়।

 

শিশুকে Engage করা-

আপনার শিশু যদি পরিচিত শব্দ বা ডাকে সাড়া দেয় তবে তার সাথে বেশি বেশি কথা বলুন আর গান গেয়ে শোনান। গান গেয়ে শোনাতে শোনাতে নিজেই বুঝতে পারবেন ওর কোন গানটা বেশি প্রিয়। সেই গানটা গেয়েই তাকে বেশি বেশি Engage করার চেষ্টা আপনার শিশু যদি পরিচিত শব্দ বা ডাকে সাড়া দেয় তবে তার সাথে বেশি বেশি কথা বলুন আর গান গেয়ে শোনান। গান গেয়ে শোনাতে শোনাতে নিজেই বুঝতে পারবেন ওর কোন গানটা বেশি প্রিয়। সেই গানটা গেয়েই তাকে বেশি বেশি Engage করার চেষ্টা করুন।

 

 

Related Articles
Please Come Back Again for Amazing Articles
Related Products
Please Come Back Again for Amazing Products
Tags
ToguMogu App