আপনি নিশ্চয়ই খেয়াল করবেন জন্মের সময় থেকে আপনার বাবু এই সময়ের মধ্যে একটু একটু করে বেশ বড় হয়ে গিয়েছে। এখন সে আপনার কন্ঠ ও ঘ্রাণ চিনতে শিখে। সে আপনাকে সহজেই অন্য মানুষ থেকে আলাদা করতে পারে। এমনকি তাকে ডাক দিলে বা তার মুখের দিকে তাকিয়ে কথা বললে সে মুখ নাড়িয়ে সাড়া দেয়।
Category: নবজাতক
৫ সপ্তাহ বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন
এই সপ্তাহের মধ্যে আপনার বাবুকে টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্স এ নিতে হবে। তবে তার আগে তাকে নিয়মিত চেকআপের জন্য ডাক্তারের কাছে নিন। তার ওজন এবং অন্যান্য শারীরিক বিকাশ ঠিক আছে কিনা তা নিরীক্ষা করা জরুরী।
৬ সপ্তাহ বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন
এখন আস্তে আস্তে বাবুর রাতে ঘুমের পরিমাণ বাড়তে থাকে। সে রাতে একটানা চার ঘণ্টারও বেশি সময় ঘুমাতে পারে। হাত-পা নেড়ে খেলা করা, তাকে ডাক দিলে ঘুরে তাকানো এবং শব্দে রেসপন্স করা এই সাধারণ কাজগুলো আগেরমতই করতে থাকে।
৭ সপ্তাহ বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন
আপনার শিশু এখন আশেপাশে থাকা যে কোন বস্তুকে তার দৃষ্টির মধ্যে আনতে সক্ষম হয়। এই বয়সে সে যেকোনো জিনিস ধরার চেষ্টা করে এবং তা মুখে দিতে শুরু করে।
৮ সপ্তাহ বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন
এখন আপনার শিশুর বয়স প্রায় দুই মাস।এই সময়ে আপনি তার মধ্যে আগে থেকে আরও বেশি পরিবর্তন লক্ষ করবেন। তার শরীরে ঝাকি দেওয়ার প্রবণতা কমে যায় এবং তার হাত-পায়ে নড়াচড়াও অনেক গোছানো হয়। সে তার অনেকগুলো খেলনার মধ্যে থেকে কিছু খেলনা পছন্দ করে এবং পছন্দের খেলনা বা মানুষকে দেখলে সে খুশি হয় ও হাসি দেয়।
৯ সপ্তাহ বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন
৯ সপ্তাহ বয়সে শিশুর ওজন তার জন্মের ওজনের থেকে প্রায় এক থেকে দেড় কেজি পরিমাণ বৃদ্ধি পায়।এ সময় তার শ্রবণশক্তি আরো বেশি প্রখর হয়। সে দুটি ভিন্ন শব্দের মধ্যে পার্থক্য করতে শিখে। তার দৃষ্টিশক্তি আরো উন্নত হয়। খুব সামান্য পরিমাণে হলেও সে ত্রিমাত্রিক স্থান ও তার গভীরতা বুঝতে পারে।
১০ সপ্তাহ বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন
১০ সপ্তাহ বয়সী শিশুকে উপুড় করে শুইয়ে দিলে সে তার পা দিয়ে বিছানায় ঠেলা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করে। অনেকটা হামাগুড়ি দেওয়ার মতো। যদিও সে একাজে পুরোপুরি সফল হয়না তবুও খানিকটা এগিয়ে যেতে পারে। তার ঘাড় এখন মোটামুটি শক্ত হয়ে যায়। এ সময় তাকে পায়ের ওপর দাঁড় করিয়ে দিলে সে পায়ে ভর দিতে চেষ্টা করে।
১১ সপ্তাহ বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন
আপনার বাবু এখন তার মাথা মোটামুটি স্থিরভাবে ধরে রাখতে পারে। বাবুকে উপুড় করে শুইয়ে দিলে সে মিনি পুশ আপ দেওয়ার চেষ্টা করে। এছাড়াও আপনি যদি তাকে ডাক দেন সে আপনার কন্ঠ শুনে সাড়া দেয় এবং হাসে।
১২ সপ্তাহ বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন
১২ সপ্তাহ বয়সে শিশু তার আশেপাশে কি ঘটছে সে সম্পর্কিত বিষয় গুলি বুঝতে শিখে। বিশেষ করে যখন আপনি তার খাওয়ানোর কিংবা গোসল করানোর প্রস্তুতি নেন সে সেটা বুঝতে পারে।আর খেলনা গুলোর কার্যকলাপও সে বোঝে এবং সে অনুযায়ী আচরণ করে। তার ঘুমেরও একটি নির্দিষ্ট টাইম টেবিল তৈরী হয়ে যায়। মোটকথা এখন থেকে বাবু আগের মত এলোমেলো আচরণ করা কমিয়ে দেয়।
৪ মাস বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন
খুব শীঘ্রই আপনার ছোট্ট সোনামণি এখন নিজে নিজে উল্টানো কিংবা কাত হওয়া শিখবে। তাকে উপুড় করে শুইয়ে দিলে সে তার হাটুতে ভর দিয়ে সামনের দিকে এগোতে চেষ্টা করে। সে তার ইমোশন গুলোকে আরো বেশি প্রয়োগ করতে শুরু করে। যেমন সে তখনই হাসে যখন সে খুশি হয় কিংবা হাসতে চায়। আবার অপরিচিত শব্দ শুনে সে ভয় পেয়ে কাঁদতে পারে। এখন থেকে তার আঙ্গুল চোষার প্রতি এক ধরনের নেশা তৈরি হয় তাই তাকে পেসিফায়ার বা চুষনি দেওয়া হয়।