৫ মাস বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন

এই সময় আপনার সোনামণির বেশ কিছু পরিবর্তন লক্ষ করা যায়। তার পিঠের পেছনে বালিশ কিংবা কোন সাপোর্ট দিয়ে বসিয়ে দিলে সে কিছু সময়ের জন্য বসে থাকতে পারে। তার সামনে থাকা মানুষটির সাথে যোগাযোগের প্রক্রিয়া এখন আরো বেশি সক্রিয় হয়। সে এখন দূরের এবং কাছের বস্তুর মধ্যে পার্থক্য করতে শিখে।

৭ মাস বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন

আপনার ৭ মাস বয়সী ছোট্ট সোনামণি এখন নিজে নিজে শোয়া থেকে উঠে বসতে পারে। কোন জিনিস তার সীমানার বাইরে থাকলে সে সেটি নেওয়ার জন্য এগিয়ে যেতে চায় এবং সে নিজ হাতে জিনিস ধরতে পারে। তার ভাষাগত উন্নতি এখন আরো বেড়ে যায়। তবে তার থেকেও বেশি আপনার কথা শুনে সেটি বোঝার ক্ষমতা বৃদ্ধি যায়।

৭ মাস বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন

আপনার ৭ মাস বয়সী ছোট্ট সোনামণি এখন নিজে নিজে শোয়া থেকে উঠে বসতে পারে। কোন জিনিস তার সীমানার বাইরে থাকলে সে সেটি নেওয়ার জন্য এগিয়ে যেতে চায় এবং সে নিজ হাতে জিনিস ধরতে পারে। তার ভাষাগত উন্নতি এখন আরো বেড়ে যায়। তবে তার থেকেও বেশি আপনার কথা শুনে সেটি বোঝার ক্ষমতা বৃদ্ধি যায়।

৮ মাস বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন

এই সময়ের মধ্যে আপনার বাবুর ঘুমের একটি নির্দিষ্ট সময়সূচী তৈরি হয়ে যায়। সে তার খাবারের সাথেও মোটামুটি এডজাস্ট করে ফেলে। ভিন্ন ভিন্ন ধরনের খাবারের সাথে বাবুকে পরিচয় করিয়ে দেওয়ার ফলে এর মধ্যেই আপনি বুঝে যাবেন কোন নির্দিষ্ট খাবারে তার এলার্জি বা অন্য কোন সমস্যা হয় কিনা। এই বয়স থেকেই সে রিপিটেশন বুঝতে শিখে। তাই একই ছড়া বা গল্প সে বারবার শুনতে চায়। এসময়ের মধ্যে সে ভালোভাবে হাত নেড়ে টাটা/বাই বলতে পারে।

৯ মাস বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন

নয় মাস বয়সী শিশু অনেক বেশি সক্রিয় থাকে। এই সময় সে সারাদিনই খেলা করে পার করে। সে নিজ হাতে বল ছুড়ে মারে এবং আশা করে যে আপনি তাকে সেটি পুনরায় এনে দিবেন। এভাবে সে তার খেলাধুলায় অন্যদেরকেও ইনভলভ করতে চায়। এই সময়ে আরও একটি সমস্যা হলো সে সব কিছুই মুখে দিতে চায়। আপনি যদি বাবুর জন্য কোন বই আনেন তাহলে সেটি তার হাতে দেওয়া ঠিক হবে না কেননা সে বইয়ের পাতা ছিঁড়ে সেটি মুখে দেয়ার চেষ্টা করবে। কারণ এই বয়সে কাগজ এবং টিস্যু পেপার তার সবচেয়ে প্রিয় খাবার।

১০ মাস বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন

১০ মাস বয়সী শিশু অনেকটাই পরিপক্ক। তার এখন দাঁত ওঠার সময়। অনেক শিশুরই এই বয়সে একটি কিংবা দুইটি দাঁত উঠে। এই বয়সের শিশু যেকোনো জিনিস আইডেন্টিফাই / পয়েন্টআউট করতে পারে। যেমন নির্দিষ্ট কোন খেলনার নাম বললে সেটি সে দেখিয়ে দিতে পারে কিংবা বাসায় কে কোন জিনিস ব্যবহার করে সেটিও সে হাত দিয়ে দেখিয়ে দিতে পারে।

১১ মাস বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন

আপনার ১১ মাস বয়সী বাবু এখন হাঁটার জন্য তার পা ফেলতে প্রস্তুত হয়। সে এখন আপনার দেওয়া ইনস্ট্রাকশন ভালোভাবে বুঝতে পারে এবং সে অনুযায়ী কাজ করতে চায়। সে তার মতামত প্রকাশ করতে চায়। কোন কিছু পছন্দ না হলে সে মাথা নেড়ে না করে।

প্যারেন্টিং এবং অপরাধবোধ

বাচ্চা মানুষ করার ক্ষেত্রে বাবা মায়েরা জীবনের কোন না কোন পর্যায়ে নানা রকম অপরাধবোধের মধ্যে দিয়ে পার করেন। সবকিছু সামলে সন্তানকে প্রপারলি গোড়ে তোলা মোটেও সহজ কথা নয়। এই জার্নিতে তাই মাঝে মধ্যে অপরাধবোধ কাজ করা খুব এ স্বাভাবিক। এই বিষয়ে বিস্তারিত লিখেছেন আরিফুজ্জামান সুমন।

শিশুকে ২৪ ঘণ্টা ডায়পার পরানো ভাল নাকি খারাপ !!

এখনকার দিনে ডায়পার শিশুদের জন্য একটি অপরিহার্য পণ্য। বাবা মায়েরা তাদের সন্তান এবং নিজেদের সুবিধার জন্য দিনের অধিকাংশ সময় শিশুদের ডায়পার পরিয়ে রাখতে চান। কিন্তু এভাবে অনেকটা সময় ডায়পার পরিয়ে রাখা কতটা স্বাস্থ্যসম্মত তা ভেবে দেখেছেন কি?

সন্তানের সকালের নাস্তা এবং মায়েদের দুশ্চিন্তা

প্রতিদিন সকালে উঠেই মায়েরা যেন এক আতঙ্কে পড়ে যান সন্তানের নাস্তা বা খাবার নিয়ে। আর সন্তানের বয়স যদি হয় এক থেকে পাঁচ এর মধ্যে তাহলে তো কথায় নেই। কারণ এই বয়সেই শিশুর খাবার নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় মায়েদের। এই চিন্তা পুরোপুরি দূর করা সম্ভব না হলেও কিছু উপায় অবলম্বন করে হয়ত কিছুটা কমিয়ে আনা যায়।

ToguMogu Logo

ToguMogu is a parenting app offering essential support from family planning to raising children up to age 10.

ToguMogu

Contact

  • +88 01958636805 (Customer Care)
  • [email protected]
  • Rezina Garden, House 67/A, Road 9/A, Dhanmondi, Dhaka 1209, Bangladesh

Copyright © 2025 ToguMogu All rights reserved.