ToguMogu
article.title
 Jun 3, 2021
 4907

Early Childhood Development এর মাইলস্টোন কি কি ? (ভিডিও)

শিশুর স্বাস্থ্য নিয়ে সাধারণত অভিভাবক হিসাবে আপনি যতটা চিন্তা করেন, তার সার্বিক বিকাশ নিয়ে কি ততটা ভাবেন? শিশুর সার্বিক বিকাশ বলতে তার শারিরীক, মানসিক, সামাজিক বিকাশের পাশাপাশি তার ইমোশোনাল বিকাশকে বোঝায়। শিশুর ভাষাগত দক্ষতাও খুব গুরুত্বপূর্ণ। এদের একটি ক্ষেত্রকেও বাদ দিয়ে শিশুর সঠিক বিকাশকে সংজ্ঞায়িত করা যাবে না। শিশুর সার্বিক বিকাশ সম্পর্কে জানতে হলে তার বিকাশের এই প্রতিটি মাইলস্টোনগুলো সম্পর্কে জানতে হবে, যাতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়ার মাধ্যমে শিশুর পরিপূর্ণ বেড়ে ওঠা কে নিশ্চিত করা যায়।

শিশুর এই বিকাশের মূল মাইলস্টোনগুলো সম্পর্কে বলেছেন ICHD এর Executive Director মাহমুদা আখতার। নিচের ভিডিওটি থেকে জেনে মাইলস্টোনগুলো সম্পর্কে।

 

 

Learning Toys