২১ মাস বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন

এই বয়সী শিশুর দুরন্তপনার মাস্টার হয়ে যায়। সে এখন তার নির্দিষ্ট কিছু লক্ষ্য তৈরি করে। যেমন তার কোন খেলনা কোন নির্দিষ্ট জায়গায় রাখতে হবে কিংবা খাওয়ার সময় নির্দিষ্ট প্লেট ও গ্লাস তাকে দিতে হবে। সে নিজেকে এখন অনেক বড় ভাবতে শুরু করে এবং বড়দের মতো আচরণ করতে চেষ্টা করে। এ কাজটি করতে গিয়ে হয়তো সে ঘরের অনেক কিছুই এলোমেলো করে ফেলে। তাই এই সময় তার সাথে রাগ না করে ধৈর্য ধরে তাকে সামলাতে হবে।

২২ মাস বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন

এই বয়সে বাবুর মধ্যে তার লক্ষ্য পূরণের মানসিকতা দেখা যায়। সে যদি ঠিক করে যে সে একটি কাজ করবে তাহলে সেটি করতে না দেওয়া পর্যন্ত সে হাল ছাড়েনা। যেমন ধরুন সে পানির জগ নিয়ে দৌড়ে আসলো গ্লাসে পানি ঢালার জন্য, এমন সময় আপনি যদি তাকে আটকাতে চেষ্টা করেন তাহলে সে মোটেও সেটি ছেড়ে দিবে না বরং গ্লাসে পানি ঢালা শেষ হলেই সে জগটি রাখবে। এরকম নানা ধরনের কাজ সে নিজে নিজে করতে চাইবে আর সারাদিন ছুটোছুটি করে সে আপনাকে হয়রান করে তুলবে। তাই বলে আপনার ছোট্ট সোনাটির প্রতি কিন্তু বিরক্ত হওয়া যাবে না বরং তার শারীরিক এবং মানসিক বিকাশের জন্য তার ইচ্ছামত কাজগুলি করতে তাকে আরো বেশি উৎসাহিত করুন।

২৩ মাস বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন

আপনার শিশু সন্তানটি দিন দিন তার বিকাশের দিকে এগিয়ে যেতে থাকে। আপনাকে সে এখন প্রশ্নের জোয়ারে ভাসিয়ে নিয়ে যাবে। চারপাশের সবকিছুই তার কাছে কৌতুহলী হয়ে উঠে। সে এখন অনেক বেশি স্বাধীনচেতা মনোভাব প্রদর্শন করে। তার নিজস্ব মতামত তৈরি হয় এবং মতের বিরুদ্ধে গেলে সে বিরোধিতা শুরু করে। এক্ষেত্রে অনেক সময় সে রাগ ও ক্ষোভ প্রকাশ করে চারিদিকে হৈ চৈ ফেলে দেয়। আবার কিছু সময় অতিবাহিত হলে কিংবা অন্যদিকে তার মনোযোগ ঘুরিয়ে দিলে সে নিজের থেকেই ঠান্ডা হয়ে যায়।

২৪ মাস বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন

আপনার সন্তান তার ২বছরের মাইলফলক অতিক্রম করতে পুরোপুরি প্রস্তুত। আপনি খেয়াল করবেন যে আপনার সন্তানের মধ্যে হটাত করেই বেশ পরিবর্তন চলে আসবে। সে এখন অযথা কোন কিছু নিয়ে জেদ করা কমিয়ে দিবে। তবে এখনও সে নতুন পরিবেশে খাপ খাওয়াতে সময় নেয়। সে তার চারপাশের পৃথিবী থেকে প্রতিনিয়তই কিছু না কিছু শিখতে থাকে। বিশেষ করে আপনি তার সবথেকে বড় শিক্ষক। আপনার প্রতিদিনের কাজকে সে খুব সুন্দর করেই অনুকরন করে করতে পারে। সে সারাদিন প্রচুর পরিমাণে এনার্জি নিয়ে সারাঘর দৌড়াবে, লাফাবে, সিঁড়ি দিয়ে উপরে উঠবে আর নিচে নামবে, খাট, টেবিল, সোফা, জানালা আরও বিভিন্ন ধরনের আসবাবপত্র বেয়ে বেয়ে উপরে উঠবে আর নামবে। তবে খাটুনি হলেও তার নিরাপত্তা নিশ্চিত করতে আপনাকে সব সময় তার পিছে পিছে থাকা লাগবে।

২৫ মাস বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন

এই বয়সের শিশুদের মধ্যে স্বাধীনচেতা মনোভাব অনেক বেশি প্রকাশ পায়। সে তার খেলনা বাছাই, জামা পরা থেকে শুরু করে বিভিন্ন কাজে নিজের মতামত দেওয়া শুরু করে। এমনকি প্রত্যেকটি কাজ সে নিজ হাতে করতে চায়। যে সকল কাজ তার দ্বারা সম্ভব নয় সেগুলো সে করার জন্য জিদ করতে থাকে এবং কারণে-অকারণে হুটহাট করে সে কান্নাকাটি আরম্ভ করে দেয়। আবার নিজে নিজেই থেমে যায়।

২৬ মাস বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন

আপনার সন্তান এই বয়সে এসে প্রায় সব কথাই বলতে পারে। সে আপনার দেওয়া একাধিক নির্দেশনাও অনুসরণ করতে পারে। সে এখন তার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কোনটি কি কাজে ব্যবহৃত হয় তা বোঝার চেষ্টা করে। প্রত্যেক শিশুই তার নিজস্ব গতিতে বিকশিত হতে থাকে। তাই এই বয়সে যদি আপনি তার মধ্যে সাধারণ পরিবর্তনগুলো নাও দেখেন তাহলে চিন্তার কোন কারণ নেই। কেননা সব শিশুর বৃদ্ধি ও বিকাশ একই সাথে সমান তালে হয় না। কারো কারো ক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগতে পারে। তাই চিন্তা না করে আপনার শিশুর বৃদ্ধি ও বিকাশ স্বাভাবিকভাবে হচ্ছে কিনা তা পরীক্ষা করতে আপনি হয়তো কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন ।

২৭ মাস বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন

এই সময় শিশুর বিকাশ অতি দ্রুত ঘটতে থাকে। সে এখন মোটামুটি সব কথাই বলতে এবং বুঝতে পারে। তার মধ্যে সময়ের ধারণা যেমন আগে এবং পরে কিংবা প্রথমে এবং শেষে এই সম্পর্কিত বিষয় গুলি সম্বন্ধে ধারণা হয়। এখন বেশ গোছানো আচরণ করে। হুটহাট জিনিসপত্র ভেঙে ফেলা কিংবা ছড়িয়ে ছিটিয়ে রাখা আচরণ গুলি কমে আসে। সে সারাদিনে সে নিজে যে কাজগুলি করে সেগুলি তার খেলার পুতুল কে দিয়েও করাতে চায়। যেমন তার বার্বি কিংবা টেডি বিয়ার কে খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল দেওয়া একাজগুলো সে খেলার ছলে করতে থাকে। এছাড়াও গুনগুনিয়ে সারাদিন তার নার্সারি রাইমসগুলি গাইতে থাকে।

২৮ মাস বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন

আপনার শিশুকে এখন কোন প্রশ্ন জিজ্ঞাসা করলে সে বেশ ভেবেচিন্তে গুছিয়ে উত্তর দিবে। এই সময় তার মধ্যে রাগ বৃদ্ধি পায়। কোন কারনে রাগ করলে সে অন্যকে মারা, আঘাত করা, চুল টানা, কামড়ানো ইত্যাদি কাজগুলি করতে পারে। এসকল কাজে তাকে অবশ্যই বাধা দিতে হবে তবে তার সাথে রাগ না করে তাকে বুঝিয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনতে হবে।

২৯ মাস বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন

এসময় বাচ্চারা খুবই মজার মজার আচরণ করে। তারা হঠাৎ হঠাৎই আপনার সামনে এমন কিছু কথা বলবে কিংবা কাজ করবে যা দেখে আপনি হাসতে হাসতে গড়াগড়ি করতে পারেন। তবে এই সময়ে তাদের জন্য একটি বিপদজনক কার্যক্রম হলো বাসায় ইলেকট্রিক সুইচ এবং প্লাগে হাত দেওয়া। আপনাকে সবসময়ই এই বিষয়টি নিয়ে সতর্ক থাকতে হবে এবং তাকে চোখে চোখে রাখতে হবে।

৩০ মাস বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন

আপনার সোনামণি এখন সব ধরনের কথা বলার পাশাপাশি অনেক কিছুই বুঝতে পারে। সে তার গল্পের বইয়ের সাধারণ গল্পগুলি পুরোটাই বুঝতে পারে। এই বয়সে তার ব্রেইন ডেভলপমেন্ট অত্যন্ত দ্রুততার সহিত হয়। সে তার শরীরের সবগুলো অঙ্গের নাম বলতে পারে। এছাড়াও আপনি যখন তার সাথে তার নার্সারি রাইমস গাইতে থাকেন তখন সেও সুর করে আপনার তালে তাল মিলাবে।

ToguMogu Logo

ToguMogu is a parenting app offering essential support from family planning to raising children up to age 10.

ToguMogu

Contact

  • +88 01958636805 (Customer Care)
  • [email protected]
  • Rezina Garden, House 67/A, Road 9/A, Dhanmondi, Dhaka 1209, Bangladesh

Copyright © 2025 ToguMogu All rights reserved.