শিশুদের মধ্যে স্মার্টফোনের আসক্তি নিয়ে বেশিরভাগ মা-বাবাই চিন্তিত। সন্তানদের এই আসক্তির ব্যপারে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে টগুমগু আয়োজন করেছে #NoSmartphoneForKids ক্যাম্পাইন। এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে সন্তানের জন্য জিতে নিন ২০০০ টাকা সমমূল্যের এক বাক্স লার্নিং প্রোডাক্ট ।
খুব কম বয়সে স্মার্টফোন ব্যবহার শিশুর বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে। এসবের মধ্যে রয়েছেঃ
❌ অতিরিক্ত স্ক্রিন টাইমের আসক্তি
❌ মনোযোগের সমস্যা
❌ সামাজিক দক্ষতা কমে যাওয়া
❌ খাওয়ায় অনীহা
জীবনের প্রথম পাঁচ বছরে শিশুর মানসিক ও সামাজিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্মার্টফোন নয় বরং তাদের এ সময় কাটানো প্রয়োজন খেলাধুলা, বইপড়া, আর বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে।
সন্তানকে ব্যাস্ত রাখতে স্মার্টফোনের বিকল্প হিসেবে আপনি যেসকল উদ্যোগ নিতে পারেন:
✅ ক্রাফটিং, ড্রয়িংয়ের মত সৃজনশীল কাজে যুক্ত করা।
✅ খেলাধুলা, সাঁতারের মত ফিজিকাল একটিভিটিকে উৎসাহিত করা।
✅ বই পড়া, গল্পকরা এবং একসাথে সময় কাটানো।
স্মার্টফোন থেকে সন্তানকে দূরে রাখতে আরও উপায় গুলো জানতে পড়ুন আমাদের এই আর্টিকেলটি >> শিশুকে স্মার্টফোন থেকে দূরে রাখবো কিভাবে?
নিজে সচেতন হতে এবং অন্য অভিভাবকদের উৎসাহ দিতে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করুন:
আপনার সন্তানের সাথে কাটানো প্রতিদিনের বিভিন্ন স্মার্টফোনবিহীন এক্টিভিটির 📸 ছবি বা 🎥 ভিডিও Facebook-এ শেয়ার করুন এবং অন্য অভিভাবকদের অনুপ্রাণিত করুন! যেমন শিশুর আঁকা আঁকি করা, খেলাধুলা করা বা একসাথে গল্প করার ছবি বা ভিডিও শেয়ার করুন।
পোস্ট করার সময় এই হ্যাশট্যাগুলো ব্যবহার করুন: #NoSmartphoneForKids #ToguMogu #ActiveKids
অংশগ্রহণকারীদের মাঝে ২০ জন লাকি প্যারেন্টস পেয়ে যাবেন ২,০০০ টাকা সমমূল্যের 'Togumogu Learning বক্স'!
আসুন, একসাথে চেষ্টা করি যেন শিশুর শৈশব স্মার্টফোনের স্ক্রিনে নয়, বাস্তবের আনন্দে ভরপুর থাকুক। আপনার আশেপাশের প্যারেন্টসদের সাথে ইমেইলটি শেয়ার করে তাদেরও উৎসাহ দিন।
শিশুদের স্বার্থে.
টগুমগু টিম