৫ সপ্তাহ বয়সী সন্তানের জন্য যা কিছু জানা প্রয়োজন

সাধারন বিষয় গুলোঃ

✅উপুড় করে শুইয়ে দিলে এদিক ওদিক মাথা ঘোরানো।

✅শব্দে সাড়া দেওয়া আর মাথা ঘুরিয়ে তাকানো।

✅দৃষ্টি স্থির হওয়া এবং লক্ষ্যবস্তুর দিকে একনাগারে তাকিয়ে থাকা।

?উচ্চতাঃ ৫৩.৮-৫৪.৮ সে.মি

?ওজনঃ ৪.৩-৪.৪ কেজি

?মাথার আকৃতিঃ ৩৬.৬-৩৭.৩ সে.মি

মূল পরিবর্তনঃ

অবজেক্ট ফলো করা এবং জোরে শব্দে রেসপন্স করা এই সময়ে বেবির মূল পরিবর্তন। সে মুখে বিভিন্ন ধরনের শব্দও করতে শেখে।

দৈহিক পরিবর্তনঃ

এখন বাবুকে উল্টিয়ে শুইয়ে দিলে সে বেশ কিছুক্ষণ যাবত মাথা সোজা রাখতে পারে এবং এদিক ওদিক হালকা মাথা ঘোরাতে পারে। আপনার বাবু এখন আপনার ঘ্রান পেলে অন্যদের থেকে আপনাকে আলাদা করে চিনতে পারে। সে মূলত এখন দৈহিক নড়াচড়ার পরিবর্তে বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়া যেমন চোষা, কান্নাকাটি করা, হাচি দেওয়া, হেচকি তোলা এইসব কাজগুলোর প্রতি নির্ভরশীল। তার ক্ষুধা পেলে সে নিজের হাত চুষতে শুরু করে। আপনি তার আশেপাশে ঘোরাফেরা করলে সে চোখ দিয়ে অবলোকন করতে থাকে।

 ?চিন্তার বিষয়ঃ

?বাবু যদি কোনরকম নড়াচড়া না করে কিংবা হঠাৎ করেই তার ওজন অতিরিক্ত কমে যায় তাহলে সেটি একটি চিন্তার বিষয়।

 বুদ্ধিবৃত্তিক পরিবর্তনঃ

এই সময় বাবুর চোখের দৃষ্টি স্পষ্ট হয় ফলে সে কোন জিনিস একনাগাড়ে দেখতে পারে। তাছাড়া সে তার পরিচিত জনের কণ্ঠস্বর শুনে সাথে সাড়ারাদেয়।

 ?চিন্তার বিষয়ঃ

?অনেকক্ষণ বাবুর সাথে কথা বলার পরেও সে যদি কোনরকম সাড়া শব্দ না করে কিংবা রেসপন্স না করে তাহলে তা একটি চিন্তার বিষয়।

 মানসিক এবং আচরণগত পরিবর্তনঃ

এই বয়সে আপনার বাবু আপনার আবেগ বুঝতে পারে। কোন কারণে আপনি যদি তার সামনে কান্না করেন তাহলে তার মন খারাপ হয়। আপনি তার সামনে হাসিখুশি থাকলে কিংবা তার সাথে হেসে কথা বললে সে নিজেও অনেক খুশি হয় আর হাসিখুশি থাকে।

 স্বাভাবিক ঘুমের ধরনঃ

এখনো আপনার বাবু দিনের ১৪ থেকে ১৭ ঘন্টা ঘুমিয়েই পার করে। সে দিনের যেকোনো সময়ে ঘুমিয়ে থাকতে পারে। এমনকি সারাদিন ঘুমিয়ে সারারাত জেগেও কাটিয়ে দেয়। আবার রাত এ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জেগে আবার ঘুমিয়ে যায় ।

খাবার এবং পুষ্টিঃ

 এখনো বাচ্চার একমাত্র খাবার মায়ের বুকের দুধ। এই সময় মাকে বেশি বেশি পুষ্টিকর খাবার এবং তরল জাতীয় খাবার খেতে হবে। তাহলে মায়ের বুকের দুধ থেকে শিশু তার প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যাবে।

প্রতিবার খাবারের পরে বাচ্চাকে ঢেকুর তোলার জন্য বাচ্চা কে সোজা করে কোলে নিয়ে পিঠে হালকা করে মালিশ করে দিন। এর ফলে খাওয়ার পরে পেটের গ্যাস বের হয়ে যায় এবং পেট ব্যথা থেকে বাবু নিরাপদ থাকে।

 ক্যালরি এবং ফুড চার্টঃ

শিশুর দৈনিক ক্যালরি চাহিদা হলো ৪৬৬.৬ কিলোক্যালরি। প্রতিদিন প্রয়োজনীয় বুকের দুধের পরিমাণ ৫৭০-৯০০মিলি।‌ ফর্মুলা মিল্ক খেলে তার প্রয়োজনীয় পরিমাণ প্রতিদিন ৭৮০মিলি।

যেসব বিষয়ে সাবধান থাকতে হবেঃ

আপনার বাবুর ঘাড় এখনো শক্ত হয়নি। তাই তাকে কোলে নেওয়ার সময় অবশ্যই সাবধানে কোলে নিতে হবে। সব সময় খেয়াল রাখবেন যেন অন্য কেউ তার গালে বা মুখে মুখ লাগিয়ে আদর না করে কিংবা চুমু না দেয়। এটি অত্যন্ত বিপদজনক। কেননা আপনার বাবুর ইমিউনিটি ক্ষমতা এখনো অনেক কম। তাই তার মুখের কাছে অন্য  কারোর মুখ আনলে তা থেকে জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে।

বাবুকে সব সময় চিত করে সোজা বিছানায় শোয়াতে হবে এবং আশেপাশে সফট টয় বা খেলনা রাখা থেকে বিরত থাকুন।

বাচ্চার ডায়াপার এর দিকে নজর রাখতে হবে। ভারী হলে সেটি সাথে সাথে চেঞ্জ করে দিতে হবে।

তাছাড়া গোসলের সময় সর্তকতা অবলম্বন করতে হবে।

অভিভাবকদের জন্য টিপ্সঃ

এখন থেকে শিশু আপনার সাথে অনেক বেশি কমিউনিকেট করার চেষ্টা করে। সুতরাং তাকে বেশি বেশি সময় দিন। শিশুর জন্মের পর মায়ের শরীর এবং মনের উপর অনেক ধকল যায়। আপনার বাবু যখন আপনার সাথে কথা বলা শুরু করে তখন এই অবসাদ অনেকাংশেই কেটে যাবে। তাই বাবুকে নিয়ে সব সময় পজিটিভ এবং আনন্দদায়ক মুহূর্তের কথা চিন্তা করুন। এতে করে আপনি নিজেও অনেক হ্যাপি থাকবেন এবং আপনার ছোট্ট সোনামণিও আরো বেশি ইন্টারেক্টিভ হবে।

ToguMogu Logo

ToguMogu is a parenting app offering essential support from family planning to raising children up to age 10.

ToguMogu

Contact

  • +88 01958636805 (Customer Care)
  • [email protected]
  • Rezina Garden, House 67/A, Road 9/A, Dhanmondi, Dhaka 1209, Bangladesh

Copyright © 2025 ToguMogu All rights reserved.