ToguMogu
ToguMogu
article.title
 Jun 9, 2019
 4040

শিশুকে গণিতে আগ্রহী করতে ৫টি টেকনিক

গণিতের প্রতি শিশুদের অল্প বয়স থেকেই একটা ভীতি বা বিরক্তি তৈরি হয়। তাতে করে গণিত শেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে শিশুরা। কিন্তু গাণিতিক দক্ষতা তৈরি না করতে পারলে শিশুর একাডেমিক এবং ব্যক্তিগত স্কিল বাড়ে না। 

গণিতের প্রতি আগ্রহী করে তুলতে ৫টি টেকনিকঃ

১. গণিত নিয়ে পজিটিভ থাকুন 

আমরা অনেকেই গনিত ভয় পাই, কারণ এটার বাস্তব প্রয়োগ আমরা বুঝি না। গণিত নিয়ে পজিটিভ থাকুন। তাদের সামনে সবসময় গনিতকে একটি মজার জিনিস হিসেবে তুলে ধরবেন। আজকাল বইয়ের পড়াশুনা অনেকটাই বাস্তবমুখী হয়ে পরেছে। দৈনন্দিন জীবনের উদাহরন দিয়ে বাচ্চাদেরকে অংক বা গণিত শেখান। এতে তাদের মধ্যে প্রবলেম-সল্ভিং স্কিল খুবই ভালো ভাবে ডেভেলপ হয়।

২. আশেপাশের জিনিস দিয়ে গণিতের ধারণা শেখান

দৈনন্দিন জীবনের সব কিছুর সাথেই গনিত জড়িয়ে আছে। আপনার সন্তান যদি পড়ার টেবিলে বসে অঙ্ক করতে না চায় কোন সমস্যা নেই। আপনি খেলতে খেলতে তাদের অঙ্ক করাতে পারেন। যেমন- তার হাতে কয়টা খেলনা আছে, কোন কিছু রান্নার সময় কয়টি জিনিস ঢালতে হবে বা বাসায় কয়টি ফার্নিচার আছে ইত্যাদি। এতে তারা বুঝতে পারবে জীবনে কোন কিছুই গনিতের বাইরে নয়।

৩. গণিতের বিভিন্ন ধারণা দিনঃ 

গণিত বলতে যে শুধুই নাম্বার বুঝায় তা কিন্তু নয়। বিভিন্ন ধরনের আকার (যেমন- ত্রিভুজ, চতুর্ভুজ ইত্যাদি), প্যাটার্ন (যেমন- একটা ছবি যেখানে প্রথমে একটি লাল বৃত্ত আছে, এরপর নীল বৃত্ত আছে, আবার লাল একটি বৃত্ত আছে, তাহলে এরপর কি থাকতে পারে?), দুই বা তারচেয়ে বেশি জিনিসের তুলনা এগুলোও কিন্তু গনিতেরই অংশ। বাচ্চারা যদি এগুলি ছোটবেলাতেই শিখতে পারে তাহলে পরবর্তীতে জ্যামিতি বা জটিল সংখ্যার অঙ্কগুলি তার কাছে সহজ মনে হবে।

৪. সুযোগ পেলেই গণিতের প্র্যাকটিস করানঃ

তাদেরকে সবসময় ম্যাথ নিয়ে প্রশ্ন করবেন। যেমন- খেলতে খেলতে তার ক্ষুধা পেল। আপনি তার হাতে চারটি বিস্কিট দিয়ে বললেন, “মনে করো তোমার হাতের চারটি বিস্কিটের মধ্যে একটা তুমি নিলে, আরেকটা আমাকে দিলে। তাহলে তোমার কাছে কয়টি বিস্কিট থাকবে?”

এভাবে সে যত বড় হবে তত প্রশ্নের জটিলতাও বাড়াতে থাকবেন। চেষ্টা করবেন বাচ্চা যেন নিজে নিজেই উত্তর বের করে। উত্তর সঠিক হোক বা ভুল সেটা জরুরী না। উত্তর বের করার জন্যে সে যে মাথা খাটাচ্ছে সেটা জরুরী। তাদেরকে উৎসাহ দেয়ার জন্যে হয়তো আপনি কিছু ছোটখাটো উপহারেরও ব্যবস্থা করতে পারেন, যেমন তার পছন্দের একটা চকলেট বা অন্য কিছু।

৫. ভালো গণিতের বই বা গেম দিনঃ 

গণিত ভীতি তৈরি হওয়ার একটা বড় কারণ হচ্ছে যেভাবে আমাদের স্কুলগুলোতে ম্যাথ শেখানো হয়। তাই গণিত সঠিকভাবে আনন্দ নিয়ে শেখানোর জন্য স্কুলের গণিত বইয়ের বাইরেও অন্য বইয়ের সাহায্য নিন। Singapore Math পৃথিবীর মধ্যে গণিতের ধারণা মজবুত করার ক্ষেত্রে দারুণ উপযোগী একটা মাধ্যম। প্রি-স্কুলের ম্যাথ বইয়ের জন্য Goofi Pre-school Math সিরিজ খুব ভালো। পাশাপাশি অঙ্ক শেখানোর জন্যে কিছু ম্যাথ লারনিং অ্যাপ রয়েছে। শেখানে বিভিন্ন ধরনের অংকের প্রশ্ন থাকে যা শিশুরা সল্ভ করে মজা পায়। তাতে ম্যাথ বিষয়ক গেমসও থাকে।

Singapore Math Series এর বইগুলো দেখুন:

https://togumogu.com/products/categories/academic-books

 

সন্তানের সৃজনশীলতার চর্চা করান কিডসটাইমের কোর্সে।কিডসটাইমের কোর্স গুলো দেখতে ভিজিট করুন নিচের লিংকে :

https://togumogu.app/Kids-Creative-Course

ToguMogu App