আপনার শিশুর জন্য ডে-কেয়ার বাছাই করার পদ্ধতি
আপনি কোন জায়গায় থাকেন সেটার উপর নির্ভর করে আপনি আপনার শিশুর জন্য ডে-কেয়ার সাধারণত বাছাই
করেন। অথবা আপনার কাজের জায়গার আশেপাশে হলেও ভালো। সঠিক ডে-কেয়ার বাছাই করা আপনার শিশুর
ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কেবল ডে-কেয়ারটির মাসিক বেতন কত বা আপনার সাধ্যর
মধ্যে কিনা, এর পাশাপাশি আরও কিছু বিষয় মাথায় রাখা উচিত।
কিভাবে যাচাই করবেনঃ
১। ভালোমতো রিসার্চ করুন - আপনার পরিচিত বন্ধু, কলিগদের জিজ্ঞেস করুন। অনলাইনে আপনার এলাকার
ডে-কেয়ারগুলো সম্পর্কে একটু খোঁজ নিন। এক্ষেত্রে তাদের ওয়েবসাইট দেখতে পারেন। Google এ 'Daycare
near me' সার্চ করতে পারেন। এতে করে বেশ কিছু Daycare দেখাবে আপনাকে। কিন্তু অনেক সময় Daycare
গুলোর বিভিন্ন facility এবং তাদের মাসিক বেতন সম্পর্কে ধারণা পাবেন না। এক্ষেত্রে ToguMogu তে সার্চ
করতে পারেন। এখানে বাংলাদেশের সব ভালো Daycare এর তথ্য, তাদের ফ্যাসিলিটি সম্পর্কে জানানো আছে।
২। শর্ট লিস্ট করা ডে-কেয়ারে কল করুনঃ অনলাইনে সার্চ করে বা পরিচিতদের সাথে কথা বলে যে ২-৩ টি ডে-
কেয়ার পছন্দ হয়েছে তাদের সরাসরি কথা বলুন। আগেই ভিজিট করবেন না। আপনার যেসব তথ্য জানা দরকার
সেগুলো জেনে নিন। যিনি কল ধরেছেন তার আচরণ, তার কথা খেয়াল করবেন। ভালো হলে পরবর্তী ধাপে সরাসরি
সেন্টার ভিজিট করার চিন্তা করবেন।
৩। ডে-কেয়ার ভিজিট করুনঃ পরবর্তী ধাপ হচ্ছে সরাসরি ভিজিট করা। অবশ্যই আগেই ফোন করে যাবেন। কারণ
আগে থেকেই যোগাযোগ না করে গেলে অনেক ডে কেয়ারেই ভিতরে ঢুকার অনুমতি দেওয়া হয় না। কেয়ার গিভার,
টিচার, মডারেটর সবার সাথে আলাদা করে কথা বলুন। তাদের আচার আচরণ লক্ষ্য করুন। সেখানে উপস্থিত
কোন অভিভাকরের সাথে কথা বলুন। ডে কেয়ারের ফ্যাসিলিটিগুলো ভালো করে জেনে নিন। কতটা হাইজিন তারা
maintain করছে- ভালো ভাবে পর্যবেক্ষন করুন। ডে কেয়ারে থাকা শিশুদের আচার আচরণও পর্যবেক্ষন
করবেন।
৪। রেফারেন্স চেক করুনঃ সময় করে ডে-কেয়ারের আগের এবং বর্তমান কোন অভিভাবকদের সাথে কথা বলুন।
তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানুন। ডে-কেয়ার নিজে তাদের সম্পর্কে যতই ভালো বলুক না কেন, চেষ্টা করবেন
যেন কোন তৃতীয় মাধ্যমে আপনি রেফারেন্স পান। যেমন ধরুন, একটা রেস্টুরেন্ট কতটা ভালো সেটার জন্য তো
অনলাইনে বিভিন্ন Group আছে, বা অভিভাবকরা কোথাও রেটিং দিয়েছে কিনা সেটা দেখুন।
ToguMogu parenting app এ যত ডে-কেয়ার আছে সেগুলোতে এক্সপার্ট দ্বারা বিভিন্ন সুবিধার ভিত্তিতে ডে-
কেয়ারের রেটিং করা আছে। পাশাপাশি অভিভাবকদের নিজেদের রেটিং দেয়ারও সুযোগ থাকে। তাই আপনার এলাকার
কোন ডে-কেয়ারটি ভালো সেটি বুঝতে এই সাহায্য নিতে পারেন।
৫। ডে-কেয়ার কারা চালাচ্ছেন সেটা জানুনঃ আমাদের দেশে অনেক ডে-কেয়ার আছে, যেখানে এটি যারা পরিচালনা
করছেন তাদের এই সম্পর্কিত কোন প্রশিক্ষণ বা একাডেমিক বাকগ্রাউন্ড নেই। আবার এমন অনেক ডে-কেয়ার
আছে যেগুলো কোন একজন মা তার সন্তান হওয়ার পর ভাবলেন, ডে কেয়ার দিয়ে দিবেন। যেখানে নিজের বাচ্চাও
থাকলো, সেই সাথে আরও কয়েকজন অভিভাবককে ম্যানেজ করার চেষ্টা করেন তার নতুন ডে-কেয়ারে দেয়ার জন্য।
বাংলাদেশের জন্য Daycare Act পাশ হতে যাচ্ছে। এটি আগে ছিল না। তাই আপনি যে ডে-কেয়ারে আপনার শিশুকে
দিচ্ছেন সেখানে অবশ্যই জানুন যারা ডে-কেয়ার চালাচ্ছে, যারা আপনার শিশুর দেখাশুনা করছে, তাদের কোন
ধরণের প্রশিক্ষণ আছে কিনা। যদি না থাকে তাহলে এই ধরণের ডে-কেয়ারে আপনার শিশুকে না দেয়াই ভালো।
আপনার পরিবারের পুষ্টি নিশ্চিত করতে নিয়মিতভাবে শক্তি+ প্রোডাক্ট কিনুন এই লিঙ্কে:
https://www.grameendanone.net/