ToguMogu
ToguMogu
article.title
 Nov 15, 2021
 576

Singapore Math - World Leader in Math for Children

আপনি কি জানেন কোন দেশে শিশুদের জন্য সেরা ম্যাথ প্রোগ্রাম আছে? কোন দেশের শিশুরা গণিতে বিশ্বসেরা? জাপান, ভারত কিংবা আমেরিকা?

দেশটির নাম সিঙ্গাপুর। গত ২০ বছর ধরে সিঙ্গাপুর পৃথিবীতে ১ নাম্বার র‍্যাঙ্কে আছে শিশুদের গণিতের দক্ষতা বাড়ানতে। Singapore Math is the most advanced math program in the world.

Benefits of Singapore Math

এই প্রোগ্রামে গণিতের পাশাপাশি Logical Reasoning এবং বাস্তবধর্মী লাইফ-স্কিল দেয়া হয় যেন শিশুরা গণিতের শিক্ষা তাদের প্রতিদিনের জীবনে কাজে লাগাতে পারে। শিশুদের হাতে-কলমে বিভিন্ন জিনিস দিয়ে গণিতের বেসিক ধারণা এবং ভিত্তিকে খুব শক্ত করা হয়। এতে করে পরবর্তি জীবনে শিশুর একাডেমিক দক্ষতার দারুণ উন্নতি হয়।

Singapore Math program in Bangladesh

বাংলাদেশে সিঙ্গাপুর ম্যাথ প্রোগ্রামটি আমরা প্রাথমিকভাবে ২টি গ্রেডের জন্য চালু করছি।

১। প্রতি লেভেল ৬ মাসের। ৫ টি Monthly Assessment এবং ১ টি Final Assessment থাকে।

২। প্রতি মাসে শিশুদের কাছে materials, worksheet এগুলো পৌঁছে দেয়া হয়।

প্রতিটি ৬ মাসের লেভেল শেষ করে Assessment হয় শিশুর। Assessment Result এর উপর ভিত্তি করে পরের লেভেলে শিশু যাবে। প্রতি লেভেল শেষ করার পর শিশু একটি সার্টিফিকেট পাবে।

Singapore Math Course সম্পর্কিত আরও তথ্যঃ

Singapore Math কোর্সের ক্লাসগুলো অনলাইনে অথবা সেন্টারে এসে করতে পারবে।

 

1. Online Class

⨀ প্রতি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ১০-১২ জন।
⨀ ক্লাসের সময় ৪০ মিনিট।
⨀ সপ্তাহে ২ দিন ক্লাস।
⨀ প্রয়োজনীয় ম্যাটারিয়াল – কিডস টাইমের পক্ষ থেকে প্রতি মাসে বাসায় পাঠানো হয়।

2. Center Class

⨀ প্রতি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ১০-১২ জন।
⨀ ক্লাসের সময় ১ ঘন্টা।
⨀ সপ্তাহে দুই দিন ক্লাস।
⨀ ক্লাসের জন্য প্রয়োজনীয় ম্যাটারিয়াল কিডস টাইমের পক্ষ থেকেই দেয়া হয়।

কোর্স সম্পর্কে আরও জানতে নিচের বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন-

 

Related Articles
Please Come Back Again for Amazing Articles
Related Products
Please Come Back Again for Amazing Products
Tags
ToguMogu App