ToguMogu
ToguMogu
article.title
 May 14, 2024
 2738

কমিউনিটি পোস্ট নিয়ে বিশেষ নোটিশ

টগুমগু কমিউনিটি সব প্যারেন্টস দের জন্য একটি উপকারের জায়গা, এখানে অযথা স্প্যামিং করে আপনি শুধুই অন্যের ক্ষতি করছেন।

অযথা পোস্ট অথবা কমেন্ট না করে, সবার উপকারে আসে এমন বিষয়ে পোস্ট করুন।
স্প্যামিং করলে আপনাকে ব্যান করা হবে এবং আপনি কুইজ বিজয়ী হতে পারবেন না!

স্প্যামিং মানে - আপনি hi, hello, Alhamdulillah, Good Night, Good Morning এই ধরনের অপ্রোয়জনীয় পোস্ট বা কমেন্ট করছেন শুধু মাত্র রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার জন্য। যা আমাদের কমিউনিটি গাইড লাইনের পরিপন্থি। যা আপনাকে কুইজে ডিসকোয়ালিফাই করে দিবে। তাই আপনার আগের সব এই ধরনের পোস্ট ডিলিট করুন।

আমরা চাই না, কমিউনিটির পোস্ট এবং কমেন্টের রিওয়ার্ড পয়েন্ট বন্ধ হয়ে যাক। কিন্তু আপনারা যদি আমাদের এই ফিচারের অপব্যাবহার করেন, তাহলে অন্য প্যারেন্টসরা বিরক্ত হবে। তাই এটা করা থেকে বিরত থাকুন। 

আপনি আমাদের এখানে নিয়মিত আর্টিকেল পড়ে, ভিডও দেখে এবং কেনাকাটা করে রিওয়ার্ড পয়েন্ট পেতে পারেন। ১০০০ টাকার কেনাকাটা করলেই আপনি ১০০ রিওয়ার্ড পাবেন (অর্ডার ক্যান্সেল বা রিটার্ন করা যাবে না)। এভাবে সঠিক উপায়ে পয়েন্ট পেলে তা দিয়ে আপনি কেনাকাটায় ছাড় পাবেন। 

সবার জ্ঞাতার্থেঃ
টগুমগু প্যারেন্টিং অ্যাপ টিম

ToguMogu App